সাংবাদিক নির্যাতনের প্রধান কারণ ঐক্যহীনতা : আবিদ

1 month ago 34

সাংবাদিক নির্যাতনের প্রধান কারণ ঐক্যহীনতা বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্টোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটির  মুখপাত্র ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবু আবিদ। তিনি বলেন, বাংলাদেশের প্রতিটা পেশায় সুদৃঢ় ঐক্য দৃশ্যমান। একজনের বিপদে সবাই এগিয়ে আসে। জালের ন্যায় সাংবাদিক বাড়লেও সাংবাদিক নির্যাতনে সবাই মিলে একসঙ্গে কোমর বেঁধে আমরা নামি না। চিন্তা করি ওনি কি আমাদের সংগঠনের? তার মানে আমাদের মধ্যে ঐক্যের ঘাটতি রয়েছে। সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা সাংবাদিক এই বিশ্বাস বাস্তবায়ন করতে হবে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীতে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) কর্তৃক আয়োজিত গণমাধ্যম উন্নয়ন ও সাংবাদিক নির্যাতন প্রতিকার মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ আবু আবিদ বলেন, পুরো দেশে কমবেশি সাংবাদিক নির্যাতন সবসময় হয়ে এসেছে। ২০২৫ সালে দাঁড়িয়ে সাংবাদিক নির্যাতন প্রতিকার নিয়ে মতবিনিময় সভা করাটাই অত্যন্ত নিন্দনীয় কাজ। সাংবাদিক নির্যাতনের প্রধান কারণ সাংবাদিকদের মধ্যে ঐক্যহীনতা।

ওই সংগঠনের সভাপতি সোহাগ আরেফিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ আবু আবিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালের প্রতিচ্ছবি সম্পাদক হাসান আল মামুন, সিআরএ এর সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন, রাজু আহমেদ, মো. রুবেল, সোহেল আহমেদ, শহিদুল ইসলাম প্রমুখ।

Read Entire Article