সাংবাদিক পিটিয়ে ‘মাইর কম হয়েছে’ বলা সেই বিএনপি নেতাকে বহিষ্কার

4 hours ago 3

ঠাকুরগাঁওয়ে সাংবাদিক পিটিয়ে ‘মাইর কম হয়েছে’- বলা ইউনিয়ন বিএনপি নেতা জুবাইদুল হক চৌধুরীকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করেছে ঠাকুরগাঁও জেলা বিএনপি। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের আদেশ প্রদান করেন। 

এর আগে, দৈনিক দেশবাংলার প্রতিনিধি সংবাদকর্মী মামুন অর রশিদকে পিটিয়ে স্থানীয় ইউনিয়ন বিএনপি নেতা জুবাইদুল হক চৌধুরী সাংবাদিকদের ফোনে বলেন, ‘মাইর কম হয়ে গেছে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ঠাকুরগাঁও জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রুহিয়া থানাধীন আখানগর ইউনিয়ন শাখা বিএনপির সহসভাপতি মো. জবায়দুল হক চৌধুরীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় সাংগঠনিক সব পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হলো।’

আদেশে আরও বলা হয়- ‘এ বহিষ্কার আদেশ অদ্য হতে কার্যকর হবে এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তার সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়।’

জানা যায়, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার আখানগর ইউনিয়নের কালিবাড়ি বাজারে সাংবাদিক মামুনের ওপর জবায়দুল হক চৌধুরীর নেতৃত্বে সন্ত্রাসী হামলা চালানো হয়। বর্তমানে তিনি ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় রুহিয়া থানার একটি মামলায় দায়ের করা হয়েছে। 

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. রকিবুল আলম বলেন, সাংবাদিক মামুনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। গলায় দাগ রয়েছে।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের বলেন, সাংবাদিক মামুনের ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান আছে। 

Read Entire Article