জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকারের (৭১) খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার ছেলে ঋত সরকার।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে জিডি করা হয়। বিষয়টি শুক্রবার (২২ আগস্ট) নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক।
জিডিতে ঋত সরকার লিখেছেন, আমরা বাবার অফিসে (বনশ্রী) খোঁজ নিই এবং জানতে পারি যে তিনি অফিসে উপস্থিত হননি। বিষয়টি নিয়ে আমরা সম্ভাব্য সব স্থানে অনেক খোঁজাখুঁজি করি। কিন্তু কোথাও পাওয়া না গেলে থানায় এসে সাধারণ ডায়েরির আবেদন করলাম।
বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত আছেন। আজকের পত্রিকার খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৬ আগস্ট থেকে তিনি সাত দিনের ছুটিতে ছিলেন।
এদিকে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে তিনি মোবাইল ফোন ও ট্যাব বাসায় রেখে বের হন। এরপর থেকে আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
এই বিষয়ে রমনা থানার ওসি গোলাম ফারুকের কাছে জানতে চাওয়া হলে বলেন, পুলিশের পক্ষ থেকে নানাভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে। তার সঙ্গে মোবাইলফোনটা থাকলে খুঁজে পেতে সুবিধা হত।