সাংবাদিককে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা, থানায় অভিযোগ!
সিরাজগঞ্জের শাহজাদপুরে সংবাদ প্রকাশের জেরে মহাসড়কে জাহিদ হাসান নামের এক সাংবাদিকের মোটরসাইকেল থামিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় ঐ সাংবাদিককে ১০/১২ জন যুবক ঠেলে চলন্ত গাড়ির নীচে ফেলে পিষ্ট করে হত্যার চেষ্টা করে বলে রবিবার রাত ১০ টার দিকে শাহজাদপুর থানায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫/৬ জনের বিরুদ্ধে একটি লিখিত এজাহার দাখিল করেছেন। ভুক্তভোগী সাংবাদিক জাহিদ হাসান শাহজাদপুর প্রেস ক্লাবের সদস্য এবং স্থানীয় একটি পত্রিকার স্টাফ রিপোর্টার। অভিযোগ সূত্রে জানা যায়, শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বিন্নাদায়ির এলাকার মহাসড়কের কোল ঘেষে সড়ক ও জনপথের ক্যানেলে অবৈধ ভাবে ভেকু (এক্সভেটর) মেশিন লাগিয়ে রাতের অন্ধকারে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে একটি চক্র। বিষয়টি নিয়ে সরেজমিনে গিয়ে ভিডিও ধারন করে "জনপদ সংবাদ" নামের অনলাইন ভিত্তিক নিউজ পোর্টালের ফেসবুক পেজে সচিত্র প্রতিবেদন প্রকাশ করেন সাংবাদিক জাহিদ হাসান। প্রতিবেদনটি প্রকাশের পর স্থানীয় ভাবে বেশ আলোচিত হয়। এরপর স্থানীয় প্রশাসন অভিযান চালিয়ে মাটির ঐ পয়েন্টটি বন্ধ করে দিলে সাংবাদিক জাহিদ হাসানের উপর ক্ষিপ্ত হয় মাটি বিক্রির ঐ চক্র। গত শনিবার সাংবাদিক জ
সিরাজগঞ্জের শাহজাদপুরে সংবাদ প্রকাশের জেরে মহাসড়কে জাহিদ হাসান নামের এক সাংবাদিকের মোটরসাইকেল থামিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় ঐ সাংবাদিককে ১০/১২ জন যুবক ঠেলে চলন্ত গাড়ির নীচে ফেলে পিষ্ট করে হত্যার চেষ্টা করে বলে রবিবার রাত ১০ টার দিকে শাহজাদপুর থানায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫/৬ জনের বিরুদ্ধে একটি লিখিত এজাহার দাখিল করেছেন। ভুক্তভোগী সাংবাদিক জাহিদ হাসান শাহজাদপুর প্রেস ক্লাবের সদস্য এবং স্থানীয় একটি পত্রিকার স্টাফ রিপোর্টার।
অভিযোগ সূত্রে জানা যায়, শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বিন্নাদায়ির এলাকার মহাসড়কের কোল ঘেষে সড়ক ও জনপথের ক্যানেলে অবৈধ ভাবে ভেকু (এক্সভেটর) মেশিন লাগিয়ে রাতের অন্ধকারে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে একটি চক্র। বিষয়টি নিয়ে সরেজমিনে গিয়ে ভিডিও ধারন করে "জনপদ সংবাদ" নামের অনলাইন ভিত্তিক নিউজ পোর্টালের ফেসবুক পেজে সচিত্র প্রতিবেদন প্রকাশ করেন সাংবাদিক জাহিদ হাসান। প্রতিবেদনটি প্রকাশের পর স্থানীয় ভাবে বেশ আলোচিত হয়। এরপর স্থানীয় প্রশাসন অভিযান চালিয়ে মাটির ঐ পয়েন্টটি বন্ধ করে দিলে সাংবাদিক জাহিদ হাসানের উপর ক্ষিপ্ত হয় মাটি বিক্রির ঐ চক্র।
গত শনিবার সাংবাদিক জাহিদ হাসান বন্ধুর দোকানে আড্ডা শেষে রাত ৮টার দিকে বাঘাবাড়ি থেকে বাড়ি ফেরার পথে আগে থেকে ওৎ পেতে থাকা আলোকদিয়ার ব্রিজের উপর কয়েকজন যুবক পথরোধ করে গালিগালাজ এবং ধাক্কাধাক্কি করতে থাকে। একপর্যায়ে সাংবাদিক জাহিদ হাসানকে মোটরসাইকেল থেকে নামিয়ে চলন্ত গাড়ির নীচে ফেলে পিষ্ট করে হত্যার চেষ্টা করে। এসময় পথচারীরা এগিয়ে আসলে মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায় অভিযুক্তরা। পরে জাহিদ হাসান বাড়িতে ফিরে সাংবাদিক নেতাদের জানালে শাহজাদপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেন। পরে শাহজাদপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে সাংবাদিক জাহিদ হাসান রোববার রাত ১০টার দিকে ৬জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫/৬ জনের বিরুদ্ধে লিখিত এজাহার দাখিল করেছেন।
বিষয়টি নিয়ে কথা হলে শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি এম এ জাফর লিটন গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, যেভাবে ফ্যাসিস্ট আমলে সাংবাদিকদের কণ্ঠরোধ করা হয়েছিল। ঠিক একই ভাবে দুর্নীতিবাজ লুটেরা একটি চক্র সাংবাদিকের উপর হামলা চালিয়ে পুনরায় ভয়ের সংস্কৃতি চালু করতে চাচ্ছে। আবারও হুমকি ধামকি এবং আঘাত করে সাংবাদিকের কণ্ঠরোধের মাধ্যমে নয়া ফ্যাসিজম চালুর পায়তারা চলছে যা খুবই উদ্বেগজনক।
এ বিষয় শাহজাদপুর থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানিয়েছেন তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?