সাংবাদিককে ‘গুগল’ করতে বললেন বুমরাহ

3 weeks ago 8

ভারতের জন্য কঠিন পরীক্ষার ম্যাচ। ব্রিজবেন টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে চারশর আগে থামাতে পারেনি জাসপ্রিত বুমরাহ-মোহাম্মদ সিরাজরা। অসিরা থেমেছে ৪৪৫ রানে। এরপর ব্যাটিংয়ে নেমে ভালো করতে পারেননি যসশ্বী জয়সওয়াল, শুবমান গিল, বিরাট কোহলিরাও। ৪ উইকেটে ৫১ রান করে বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিন শেষ করেছে ভারতীয়রা।

ম্যাচের পর ভারতীয়দের ব্যাটিং বিপর্যয় নিয়েই সাংবাদিকরা প্রশ্ন করবেন এটাই স্বাভাবিক। কিন্তু সংবাদ সম্মেলনে আসলেন ৬ উইকেট নেওয়া বোলার জাসপ্রিত বুমরাহ।

সাংবাদিক প্রথমে কিছুটা দ্বিধান্বিত থাকলেও শেষমেশ ভারতীয়দের ব্যাটিং সামর্থ্য নিয়ে বুমরাহ প্রশ্নটা করলেনই। একটু কৌশল অবলম্বন করলেন তিনি। প্রশ্ন করার আগে বুমরাহকে জানালেন, যদিও এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বুমরাহ সঠিক লোক নন, তবুও দলের সহ-অধিনায়ক হিসেবেই তাকে প্রশ্নটা করা হচ্ছে।

সাংবাদিকের প্রশ্ন শুনে বুমরাহ যা উত্তর করলেন, তাতে হাসির রোল পড়ে গেল সংবাদ সম্মেলন কক্ষে। বুমরাহ মনে করলেন, তাকে ব্যাটার মনে করছেন না ওই সাংবাদিক। এজন্য হাসির সুরে বুমরাহ বোঝাতে চাইলেন, তিনিও ভালো ব্যাটিং করেন। ব্যাটারদের নিয়ে কথা বলার সামর্থ্য তার আছে।

সাংবাদিকের প্রশ্নটা ছিল এমন, ‘হ্যালো জসপ্রিত। ব্যাটিং নিয়ে আপনার মূল্যায়ন কী? যদিও আপনি প্রশ্নের উত্তর দিতে সেরা ব্যক্তি নন। তবে গাবায় (স্টেডিয়ামে) কন্ডিশন বিবেচনা করে দলের পরিস্থিতি সম্পর্কে আপনি কী মনে করেন?’

উত্তরে বুমরাহ বলেন, ‘এটি একটি আকর্ষণীয় প্রশ্ন। কিন্তু আপনি আমার ব্যাটিং ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন। আপনার গুগল ব্যবহার করা উচিত এবং দেখা উচিত, কে টেস্টের ইতিহাসে এক ওভারে সবচেয়ে বেশি রান করেছে। কিন্তু তামাশা আলাদা। এটি অন্য গল্প।’

বুমরাহ মনে করালেন তার অবিস্মরণীয় একটি ইনিংসের কথা। ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে স্টুয়ার্ট বোর্ডের এক ওভারে ৩২ রান নিয়েছিলেন তিনি। এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড এটিই।

 

এমএইচ/

Read Entire Article