সাংবাদিককে পিটিয়ে ক্যামেরা-মোবাইল ছিনতাই, গ্রেফতার ৩

5 days ago 7

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই ও মারধরের শিকার হয়েছেন দৈনিক ইত্তেফাকের ফটো সাংবাদিক নাঈমুর রহমান। এ ঘটনায় তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাই করা একটি Nikon D-850 ক্যামেরার লেন্স। এছাড়া দস্যুতার কাজে ব্যবহৃত একটি চাপাতি ও একটি সামুরাই উদ্ধার করা হয়।

রোববার (১৭ নভেম্বর) মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. তারেক সেকেন্দার এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ১৩ নভেম্বর দৈনিক ইত্তেফাক পত্রিকার ফটো সাংবাদিক মো. নাঈমুর রহমান রাত ৯টা ৩৫ মিনিটের দিকে মোহাম্মদপুর থানার বসিলা রোডস্থ তিন রাস্তার সামনে পৌঁছালে অজ্ঞাতনামা চারজন সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে আঘাতের পর ভয়ভীতি দেখায়। এ সময় তার কাছে থাকা নগদ ৭ হাজার টাকা, ব্যাটারি এবং সনির মেমোরিকার্ডসহ একটি Nikon D-850 ক্যামেরা, একটি Nikon 24-120 mm ক্যামেরার লেন্স, একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী সাংবাদিক নাঈমুর রহমান ১৬ নভেম্বর মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। মামলার ঘটনার মূল রহস্য উদঘাটন, ছিনতাই হওয়া মালামাল উদ্ধার এবং আসামি গ্রেফতারের লক্ষ্যে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোহাম্মদপুর থানার গ্রিন ভিউ হাউজিং এলাকা থেকে জড়িত তিনজন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।

টিটি/এমআরএম/এমএস

Read Entire Article