সাংবাদিকদের অভিধানে আপস বলে কোনো কথা নেই: কাদের গনি চৌধুরী

3 months ago 36

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা হোক তা আমরা চাই না। আমাদের মনে রাখতে হবে, সাংবাদিকদের সবসময় সত্যের পথে থাকতে হবে। দেশ ও দেশবাসীর প্রতি আমাদের অনেক দায়িত্ব রয়েছে। সাংবাদিকদের মিথ্যার সঙ্গে আপস করা যাবে না। সাংবাদিকদের অভিধানে আপস বলে কোনো কথা নেই।

মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ১০টার দিকে শহরের চাষাঢ়া বালুরমাঠ এলাকায় রূপসী বাংলা রেস্টুরেন্টে নারায়ণগঞ্জের অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ নারায়ণগঞ্জ’র ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সুধী সম্মিলনে তিনি এসব কথা বলেন।

কাদের গনি চৌধুরী বলেন, সাংবাদিকতা কঠিন পেশা, কষ্টের পেশা। সাংবাদিকদের জাতির বিবেক বলা হয়। সাংবাদিকদের যখন সাংঘাতিক বলা হয় তখন আমাদের কাছে খুব খারাপ লাগে। তবে এর জন্য আমরা নিজেরাই দায়ী। সংবাদ মাধ্যমকে সমাজের দর্পণ বলা হয়, এর মাধ্যমে সমাজের চিত্র পাওয়া যায়, আমরা যদি সত্যিকার অর্থে সাংবাদিকতা করতে পারি তাহলে মানুষ সংবাদপত্র দ্বারা উপকৃত হবে।

 কাদের গনি চৌধুরী

তিনি আরও বলেন, পূর্বে সংবাদপত্রগুলো সত্য প্রকাশ করতে পারেনি। তাই শেখ হাসিনা স্বৈরশাসন কায়েম করতে পেরেছেন। এতদিন সরকারি বাধার কারণে নিউজ লিখতে পারেনি। র্যাব যে প্রেস রিলিজ দিতো তা আমরা হুবহু লিখে দিতাম। এটা সাংবাদিকতা নয়। এটাকে দলদাস বলে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাহলে আগামীতে আর কোনো ফ্যাসিস্ট জন্ম নিতে পারে না।

অনুষ্ঠানে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হামলায় আহত জাগো নিউজের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোবাশ্বির শ্রাবণসহ চার গণমাধ্যমকর্মী ও আওয়ামী লীগের সময় বন্ধ হওয়া গণমাধ্যমের সম্পাদককে সম্মাননা প্রদান করা হয়।

নিউজ নারায়ণগঞ্জের এডিটর ইন চিফ শাহজাহান শামীমের সভাপতিত্বে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন, নিউজ নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক তানভীর হোসেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য দিপু ভুইয়া ও সময়ের নারায়ণগঞ্জ পত্রিকার সম্পাদক জাবেদ আহমেদ জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

মোবাশ্বির শ্রাবণ/এমএন/এএসএম

Read Entire Article