সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন বিএনপি নেতা পারভেজ মল্লিক

3 months ago 52
খুলনা প্রেস ক্লাব পরিদর্শন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক। রোববার (১৮ মে) বিকেলে এ পরিদর্শন ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।  এ সময় তাকে খুলনা প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, নির্বাহী সদস্য মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জুসহ ক্লাবের অন্য নেতারা। প্রেস ক্লাবের ভিআইপি কক্ষে শুভেচ্ছা বিনিময়কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- খুলনা প্রেস ক্লাবের সদস্য মো. রাশিদুল ইসলাম, আবুল হাসান হিমালয়, কাজী শামিম আহমেদ, এহতেশামুল হক শাওন, মোহাম্মদ মিলন ও রকিবুল ইসলাম মতি। এ সময় বিএনপি নেতা পারভেজ মল্লিক বলেন, বিগত প্রায় দেড় যুগের আওয়ামী প্রশাসনের কবল থেকে বাংলাদেশের মানুষ মুক্ত হয়েছে। এখন সময় এসেছে নতুন করে দেশকে গড়ার। সব ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে দাঁড়িয়ে দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই। শুভেচ্ছা বিনিময় শেষে তিনি ক্লাবের ক্ষতিগ্রস্ত ভবনগুলো ঘুরে দেখেন। একই সঙ্গে যে কোনো প্রয়োজনে সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
Read Entire Article