ময়মনসিংহে সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহাদাত হোসেন খান হিলু মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
শাহাদাত হোসেন খান হিলু নগরীর আকুয়া এলাকার মরহুম অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন খানের ছেলে। তিনি ময়মনসিংহ সদর-৪ আসনে বিএনপি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য দেলোয়ার হোসেন খান দুলুর বড় ভাই।
ময়মনসিংহ সংগীত বিদ্যালয়ের পরিচালক সাংবাদিক নজীব আশরাফ বলেন, শাহাদাত হোসেন খান হিলু কিডনি সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তিনি বেসরকারি একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান। বাদ এশা ময়মনসিংহ জিলা স্কুল মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হবে।
শাহাদাত হোসেন খান হিলু বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মণ্ডলীর সদস্য, আইটিআই বাংলাদেশের প্রতিনিধি, বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি, ময়মনসিংহ থিয়েটার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক, নাট্যকার, কবি, অভিনেতা, নির্দেশক, সংগঠক ও ময়মনসিংহ বহুরূপী নাট্য সংস্থার সদস্যসচিব ছিলেন।
কামরুজ্জামান মিন্টু/আরএইচ/জেআইএম