সাইকেলিংয়ে দেশসেরা যশোরের প্রিয়া

3 hours ago 6

৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় সাইকেলিংয়ে সারা দেশের ভেতর মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে যশোরের কেশবপুরের প্রিয়া খাতুন। 

প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রিয়া খাতুনকে সাইকেল উপহার দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির হোসেন। সেই সাইকেল চড়েই দেশসেরা হয়ে বাজিমাত করলেন করলেন প্রিয়া। 

রোববার (২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী প্রিয়া খাতুন। প্রিয়া উপজেলা, জেলা, বিভাগ ও খুলনা-বরিশাল বিভাগের গোলাপ অঞ্চল থেকে জয়লাভের পর চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়। 

সাইকেলিংয়ে সারাদেশের ভেতর মেয়েদের মধ্যে প্রিয়া খাতুনের প্রথম হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম জিল্লুর রশীদ। শহর থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। 

প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু জানান, তার বিদ্যালয়ের ছাত্রী প্রিয়া খাতুন কেশবপুর উপজেলার রাজনগর বাকাবর্শী গ্রামের শাহজাহান মোড়ল ও লাকি বেগমের মেয়ে। 

বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শহিদুল ইসলাম বলেন, আগামী ২৭ ফেব্রুয়ারি প্রিয়া খাতুনের হাতে স্বর্ণপদক তুলে দেবেন আয়োজক কর্তৃপক্ষ।

কেশবপুরের ইউএনও জাকির হোসেন বলেন, গতবছর রাজশাহীতে অনুষ্ঠিত ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় প্রিয়া খাতুন সাইকেলিংয়ে দেশসেরা হয়। প্রিয়ার এ সাফল্যের কারণে এবার প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে তাকে একটি সাইকেল উপহার দেওয়া হয়।

Read Entire Article