মাহাফুজুল হক চৌধুরী
রোববার (৩০ মার্চ) মধ্যপ্রাচ্য ইউরোপসহ বিশ্বের অনেক দেশে উদযাপিত হয়েছে মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। প্রতি বছরের মতো এবারও আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে সাইপ্রাসেও পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর।
সাইপ্রাসের রাজধানী নিকোশিয়ায় ফুটবল স্টেডিয়ামে স্থানীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত শরণার্থী, শ্রমিক, স্টুডেন্ট মিলিয়ে প্রায় ১০ হাজারেরও বেশি মানুষের জমায়েত হয়েছে। সাইপ্রাসের লোকাল সিপ্রিয়ট খ্রিষ্টান ধর্মালম্বী হওয়ায় ঈদের জামাতে এদেশের তেমন কাউকে দেখা যায় না। তবে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে বিভিন্ন দেশের লোকজন তাদের নিজ নিজ দেশের কালচার অনুযায়ী কুশল বিনিময় করেন। নামাজে আগত সবচেয়ে বেশি মুসল্লি সিরিয়া ও ফিলিস্তিনের নাগরিক। সাইপ্রাসে মোট অভিবাসীর ৮০ ভাগেরও বেশি সিরিয়া ও ফিলিস্তিন থেকে আসা শরণার্থী। তারা এদেশে পরিবার পরিজন নিয়ে বসবাস করে। তারা নিজ দেশে না যাওয়ার কারণে এদেশকে নিজের মাতৃভূমির মত মনে করে।
তবে সাইপ্রাস খ্রিষ্টান সম্প্রদায়ের দেশ হওয়ায় এদেশে ঈদের দিন তেমন একটা ঈদের আমেজ দেখা যায় না। আর প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও সবার কাজ থাকার কারণে ঈদের দিন তেমন প্রাণউৎফুল্লতা দেখা যায় না। তবে এইবারের ঈদ রোববারে হওয়ার কারণে প্রবাসী বাংলাদেশিদের জন্য নামাজ আদায় করতে সুবিধা হয়েছে কারণ সাইপ্রাসে রোববার ছাড়া মুসলমানদের ধর্মীয় কোনো উৎসবের বন্ধ দেওয়া হয় না।
এমআরএম