সাইফুল বারীর গীতিকথায় গাইলেন কাজী শুভ

1 month ago 10

লোকজ প্রেমের মায়ায় মোড়ানো গীতিকবি সাইফুল বারীর লেখা ‘পিরিতের অসুখ’ গানটি গাইলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ। গানটির সুর করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার প্লাবন কোরেশী এবং সংগীত পরিচালনা করেছেন আহমেদ সজীব।

শিগগিরই গানটি কাজী শুভ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বলে জানা গেছে।

গানটি নিয়ে গীতিকবি সাইফুল বারী বলেন, "আমি বহুদিন ধরে কাজী শুভ ভাইয়ের গানের ভক্ত। তাঁর কণ্ঠে আমার লেখা দ্বিতীয় গান রেকর্ড হওয়া আমার জন্য এক অসাধারণ আনন্দের বিষয়।"

নিজের অনুভূতি জানিয়ে কাজী শুভ বলেন, "সাইফুল বারীর লেখা এই গানটি আমার কাছে বিশেষ। এর কথায় মাটির গন্ধ, ভালোবাসার মায়া আর সুরেলা আবেগ রয়েছে। আশা করি শ্রোতারা গানটি উপভোগ করবেন।"

সুরকার প্লাবন কোরেশী জানান, "গানের কথায় যে ছবি ফুটে ওঠে, তা সুরের মাধ্যমে আরও রঙিন করে তোলার চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি গানটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে।"

সংগীত পরিচালক আহমেদ সজীব বলেন, "গানটিতে আমি চেষ্টা করেছি শব্দের সঙ্গে সুরের এক হৃদয়স্পর্শী সমন্বয় গড়ে তুলতে, যেন শোনার পর শ্রোতার মন ভালোবাসায় ভরে ওঠে। সাইফুল ভাই ও প্লাবন ভাইয়ের সঙ্গে কাজ করে সত্যিই আনন্দ পেয়েছি।"

এইচআর/জেআইএম

Read Entire Article