সাইফুল হত্যার বিচারের দাবি জানিয়েছেন ঢাকা কলেজ সনাতন ধর্মাবলম্বীরা
চট্টগ্রামে আদালতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন ঘিরে আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় দোষীদের বিচারের দাবি জানিয়েছে ঢাকা কলেজের সনাতন ধর্মাবলম্বীরা।
বুধবার (২৬ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপ্তিতে বলা হয়, আমরা ওয়েস্ট হলের সাধারণ শিক্ষার্থীরা চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষে নিহতের ঘটনায় শোকাহত, ব্যথিত এবং দুঃখ ভারাক্রান্ত। পূর্ণ সহানুভূতি নিয়েই আমরা ওই ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে যথাযথ তদন্তের মাধ্যমে যারা দেশকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতে চায় তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।