সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৪ এর খসড়া চূড়ান্ত অনুমোদন

2 weeks ago 14

সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৪ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। (২৪ ডিসেম্বর) মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান।

তিনি বলেন, এ সরকার সাইবার স্পেসকে সবার জন্য নিরাপদ করতে চাই। আপনারা জানেন যে সাইবার স্পেসে অনেক ধরনের ক্রাইম হয়। আমাদের মা-বোনরাসহ অনেকেই নানা ধরনের বুলিংয়ের শিকার হন। শিশুদের অনেক ধরনের বুলিংয়ের শিকার হতে হয়। সাইবার স্পেসকে নিরাপদ করা সরকারের দায়িত্ব।

তিনি বলেন, বিগত সরকারের আমলে সাইবার সিকিউরিটি অ্যাক্টটি ছিল খুবই বিতর্কিত। স্বৈরাচার শেখ হাসিনা এ আইনটিকে ভিন্নমতের লোকজনের কণ্ঠ রোধে ব্যবহার করেছিল।

এমআইএইচএস/এমএস

Read Entire Article