‘সাউথ আরাবিয়া’ নামে বিচ্ছিন্ন রাষ্ট্রের ঘোষণাপত্র প্রকাশ করল এসটিসি ঘনিষ্ঠ গণমাধ্যম

ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী সংগঠন সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)-সমর্থিত গণমাধ্যম ‘সাউথ আরাবিয়া’ নামে একটি বিচ্ছিন্ন রাষ্ট্র গঠনের ঘোষণাপত্র প্রকাশ করেছে। গণমাধ্যমটি একে ‘সংবিধানিক ঘোষণা’ হিসেবে উল্লেখ করেছে। বাংলাদেশ টাইম শুক্রবার দিবাগত রাত (০৩ জানুয়ারি) সাড়ে ৩টার দিকে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। সংবাদমাধ্যটি বলছে, প্রকাশিত ঘোষণায় বলা হয়েছে, বিচ্ছিন্ন অঞ্চলটিকে পূর্ণ সার্বভৌমত্বসম্পন্ন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হচ্ছে। প্রস্তাবিত রাষ্ট্রটির রাজনৈতিক ব্যবস্থা হবে ক্ষমতার পৃথকীকরণ নীতির ওপর ভিত্তি করে গড়ে ওঠা একটি গণতান্ত্রিক ও বেসামরিক রাষ্ট্রব্যবস্থা। ঘোষণাপত্রে উল্লেখ করা হয়, প্রস্তাবিত রাষ্ট্রটির আন্তর্জাতিক সীমানা হবে সাবেক ডেমোক্রেটিক রিপাবলিক অব ইয়েমেনের সীমানার সমান। এই রাষ্ট্রটি স্বল্পস্থায়ী হলেও ১৯৯৪ সালের গৃহযুদ্ধে ইয়েমেনের বিরুদ্ধে লড়াইয়ে জড়িয়েছিল। ওই রাষ্ট্রটির সীমানা আবার ১৯৯০ সালে উত্তর ইয়েমেনের সঙ্গে একীভূত হওয়ার আগে বিদ্যমান কমিউনিস্ট রাষ্ট্র সাবেক দক্ষিণ ইয়েমেনের ভূখণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। ঘোষণায় আরও বলা হয়, প্রস্তাবিত রাষ্ট্র

‘সাউথ আরাবিয়া’ নামে বিচ্ছিন্ন রাষ্ট্রের ঘোষণাপত্র প্রকাশ করল এসটিসি ঘনিষ্ঠ গণমাধ্যম
ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী সংগঠন সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)-সমর্থিত গণমাধ্যম ‘সাউথ আরাবিয়া’ নামে একটি বিচ্ছিন্ন রাষ্ট্র গঠনের ঘোষণাপত্র প্রকাশ করেছে। গণমাধ্যমটি একে ‘সংবিধানিক ঘোষণা’ হিসেবে উল্লেখ করেছে। বাংলাদেশ টাইম শুক্রবার দিবাগত রাত (০৩ জানুয়ারি) সাড়ে ৩টার দিকে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। সংবাদমাধ্যটি বলছে, প্রকাশিত ঘোষণায় বলা হয়েছে, বিচ্ছিন্ন অঞ্চলটিকে পূর্ণ সার্বভৌমত্বসম্পন্ন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হচ্ছে। প্রস্তাবিত রাষ্ট্রটির রাজনৈতিক ব্যবস্থা হবে ক্ষমতার পৃথকীকরণ নীতির ওপর ভিত্তি করে গড়ে ওঠা একটি গণতান্ত্রিক ও বেসামরিক রাষ্ট্রব্যবস্থা। ঘোষণাপত্রে উল্লেখ করা হয়, প্রস্তাবিত রাষ্ট্রটির আন্তর্জাতিক সীমানা হবে সাবেক ডেমোক্রেটিক রিপাবলিক অব ইয়েমেনের সীমানার সমান। এই রাষ্ট্রটি স্বল্পস্থায়ী হলেও ১৯৯৪ সালের গৃহযুদ্ধে ইয়েমেনের বিরুদ্ধে লড়াইয়ে জড়িয়েছিল। ওই রাষ্ট্রটির সীমানা আবার ১৯৯০ সালে উত্তর ইয়েমেনের সঙ্গে একীভূত হওয়ার আগে বিদ্যমান কমিউনিস্ট রাষ্ট্র সাবেক দক্ষিণ ইয়েমেনের ভূখণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। ঘোষণায় আরও বলা হয়, প্রস্তাবিত রাষ্ট্র ‘সাউথ আরাবিয়া’-র রাজধানী হবে বন্দরনগরী আদেন। আদেন এর আগে দক্ষিণ ইয়েমেনের দুটি রাষ্ট্রেরই রাজধানী ছিল। এর আগে এসটিসি জানিয়েছে, তারা দুই বছরের একটি অন্তর্বর্তীকালীন পর্যায়ে প্রবেশ করেছে। এই সময়সীমা শেষে স্বাধীনতা বিষয়ে একটি গণভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে প্রয়োজনে অন্তর্বর্তীকালীন আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ এই সময়কাল বাড়াতে পারবে বলেও ঘোষণায় উল্লেখ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow