সাকিবের উইন্ডিজ সফর: যা বললেন ক্রীড়া উপদেষ্টা

5 days ago 10
দেশের মাটিতে শেষ টেস্ট খেলা হয়নি সাকিব আল হাসানের। এরপর বিদেশের মাটিতে হওয়া আফগানিস্তান সিরিজেও খেলেননি বাঁ হাতি এই অলরাউন্ডার। সামনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবেন বাংলাদেশ। সাকিব সেখানে খেলবেন কি না, সেটা জানতে আরও অপেক্ষা বাড়ছে।  তবে এরমধ্যে এসব নিয়ে কথা বলতে হলো যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবের। আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালেই সাকিব প্রসঙ্গ চলে আসে তার সামনে। এ সময় তিনি বলেন, ‘দেখেন ক্রিকেট বোর্ড একটা অটোনোমাস বডি। আমি আমার পরামর্শ দিয়েছি, সবশেষ খেলা নিয়ে মিরপুরে একটা পরিস্থিতি তৈরী হলো আমি অবশ্যই একটা পরামর্শ দিয়েছি ক্রিকেট বোর্ড সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছে আপনারা জানেন।’  মিরপুর টেস্টে অনাকাঙ্খিত ঘটনা এড়াতেই মূলত সাকিবকে না আসার পরামর্শ দিয়েছিল বিসিবি। সেখানে সরাসরি কাজ করেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। ভবিষ্যতেও যদি প্রয়োজন হয়, তখন সে ব্যাপারে সহযোগিতা করবেন জানিয়েছেন তিনি, ‘সামনের দিকে ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিবে। সেক্ষেত্রে আমার যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে ওই সময়ের প্রেক্ষিতে সেটা আমি দিব।’
Read Entire Article