সাকিবের কীর্তিতে ভাগ বসালেন নবি
আফগানিস্তান ক্রিকেটের প্রথম তারকা বলা হয় তাকে। বয়স চল্লিশেরও বেশি। এই বয়সে এসেও নতুন নতুন কীর্তি গড়ে চলেছেন মোহাম্মদ নবি। আফগানিস্তানের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।
মঙ্গলবার শারজাতে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানের ১৮ রানে জয়ের ম্যাচে ২০ রানে ২ উইকেট নেন নবি।
প্রথম আফগান ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নেওয়া রশিদ খানের উইকেটসংখ্যা এখন ১৬৭। তিনি শুধু প্রথম আফগান ক্রিকেটারই নন; বরং আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটেরও মালিক এই রশিদ খান।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজার রান ও ১০০ উইকেট নেওয়া দ্বিতীয় ক্রিকেটার নবি। এই তালিকায় শীর্ষে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। সাকিব এই রেকর্ড গড়েন ২০২২ সালে। গতকাল সাকিবকে ছুঁয়েছেন নবি।
টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া সাকিবের রান ও উইকেট নবির চেয়ে বেশি। টি-টোয়েন্টিতে সাকিবের রান ২৫৫১, উইকেট ১৪৯টি। কালকের ম্যাচ শেষে জাতীয় দলের জার্সিতে ১৩৫ টি-টোয়েন্টি শেষে নবির রান ২২৪৬, উইকেট ১০১টি।
সাকিবের পর একমাত্র ক্রিকেটার হিসেবে ইতিহাসে নাম লেখানোর দিনে নবির উদযাপন দ্বিগুণ হয়েছে আফগানিস্তানের জয়ে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করে আফগানরা। দুই ওপেনার সেদিকউল্লাহ অটল (৬৪) ও ইব্রাহিম জাদরান (৬৫) দারুণ ব্যাটিং করেন।
বিপরীতে পাকিস্তান লক্ষ্য তাড়ায় নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। ১৫১ রানে থামে তাদের ইনিংস। দলটির পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন হারিস রউফ।