সাকিবের ‘দুঃসময়’-এর অধ্যায় ক্রমশ দীর্ঘ হচ্ছে!

1 month ago 31

জাতীয় দল থেকে বাদ পড়ার পর এবার যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটেও জায়গা হারালেন সাকিব আল হাসান। লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের স্কোয়াড পুনর্গঠনে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে। বোলিং নিষেধাজ্ঞার কারণে কেবল ব্যাটার হয়ে পড়া সাকিব প্রথম আসরে ৪ ম্যাচে ৬০ রান আর ১ উইকেট নিয়েছিলেন, যা ছিল খুবই হতাশাজনক।  

 

তবে শুধু সাকিব নন, দল থেকে বাদ পড়েছেন ডেভিড মিলার, জেসন রয় এবং অ্যাডাম জাম্পার মতো তারকারাও। তবে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, সুনিল নারিন এবং অস্ট্রেলিয়ার স্পেন্সার জনসনকে ধরে রেখেছে লস অ্যাঞ্জেলস।  

 

রাজনৈতিক জীবনও সাকিবের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। মাগুরা-১ থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বিতর্ক পিছু ছাড়েনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর একাধিক মামলা, জরিমানা—সব মিলিয়ে দেশের বাইরে থাকতে বাধ্য হচ্ছেন সাকিব।  

 

একসময় বিশ্বসেরা অলরাউন্ডার ছিলেন, আর এখন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও ব্রাত্য সাকিব আল হাসান। কি ফিরতে পারবেন আবারও আগের জৌলুসে? নাকি এভাবেই ক্রিকেট থেকে ধীরে ধীরে হারিয়ে যাবেন এক সময়ের পোস্টারবয়?

Read Entire Article