সাকিবের প্রিয় ‘শিকারের’ তালিকায় তামিম, দেখে নিন পুরো তালিকা

3 hours ago 3

১৯ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ারে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান স্পর্শ করেছেন ৫০০ উইকেটের মাইলফলক। ইতিহাসের পঞ্চম বোলার হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন টাইগার এই তারকা ক্রিকেটার। 

টি-টোয়েন্টি ফরম্যাটে ৫০০ উইকেটের দেখা পাওয়া সাকিব এ পর্যন্ত আউট করেছেন ৩৪৩ ব্যাটারকে। একাধিকবার আউট করেছেন ৯৬ জনকে।

ক্রিকেট সমর্থকদের অনেকেরই জানার আগ্রহ, এই ফরম্যাটে সাকিব সবচেয়ে বেশিবার কাকে আউট করেছেন। কারাই বা আছেন বাঁহাতি এই স্পিনারের প্রিয় শিকারের তালিকায়। 

সাকিবের স্পিন ঘূর্ণিতে সবচেয়ে বেশিবার কাটা পড়েছেন বাংলাদেশের শামসুর রহমান। জাতীয় দলের সাবেক সতীর্থকে ঘরোয়া টি-টোয়েন্টিতে সাতবার আউট করেছেন সাকিব। 

সাকিবের শীর্ষ পাঁচ শিকারের তালিকার দুইয়ে আছেন আরেক বাংলাদেশি। বর্তমান দলের লিটন দাস আছেন তালিকার দুইয়ে। ১৮ ম্যাচে সাকিবকে প্রতিপক্ষ হিসেবে পান তিনি, যেখানে ছয়বার সাকিবের বলে পরাস্ত হন লিটন। 

তালিকার তিনে সাকিবের এক সময়কার ঘনিষ্ঠ বন্ধু তামিম ইকবাল। ৩০ ম্যাচ খেলে তামিম ইকবালকে পাঁচবার প্যাভিলিয়নে ফিরিয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে সাকিব সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন তামিমে দলের বিপক্ষেই।

তালিকার চার ও পাঁচে রয়েছে দুই বিদেশি ক্রিকেটার। তারা হলো সুনীল নারাইন ও ডেভিড ওয়ার্নার। ২০ বারের দেখায় নারাইনকে পাঁচবার পরাস্ত করেছেন সাকিব, সমান সংখ্যকবার ওয়ার্নারকে পরাস্ত করতে সাকিবের ম্যাচ লেগেছে ১৩ ম্যাচ। 
 

Read Entire Article