সাকিব আল হাসান ও সাব্বির রহমান, দুজনই আছেন জাতীয় দলের বাইরে। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে আসাই দুরূহ হয়ে উঠেছে সাকিবের জন্য। জাতীয় দলের হয়ে খেলার সম্ভাবনা নেই বললেও ভুল হবে না। ইংল্যান্ডে সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে কথা হয়েছে সাব্বির রহমানের।
দেশের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন এখনও দেখেন সাকিব, এমনটাই জানান সাব্বির। ইংল্যান্ডে খেলতে গিয়ে এই ব্যাটার ভালো করেই অনুধাবন করেছেন, বাংলাদেশের হয়ে খেলার কতটা খায়েশ সাকিবের।
অনুশীলনের ফাঁকে সাকিবের সঙ্গে কথা হয়েছে সাব্বিরের। বর্তমানে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার বাজে সময় পার করলেও পরিস্থিতি বদলে যাবে এমনটাই প্রত্যাশা সাব্বিরের। তিনি বলেন, 'ইংল্যান্ড যখন গিয়েছিলাম, তিনি (সাকিব) এসেছিলেন অনুশীলনের জন্য। অনেক সময় একসঙ্গে কাটিয়েছি, একসঙ্গে অনুশীলন করেছি। এখন তো ওনার বাজে সময় যাচ্ছে। ক্রিকেটার হিসেবে উনাকে তো প্রয়োজন। আশা করি সব ঠিক হয়ে যাবে, বদলে যাবে, উনিও দেশে এসে খেলবে।'
সাব্বির জানান, লাল-সবুজ জার্সিতে খেলার স্বপ্ন এখনও দেখেন সাকিব। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মানুষ তো আশায়ই বাসা বাঁধে। আশা রাখি সব ঠিক হয়ে যাবে। উনিও খেলতে চায়, উনার আশা আছে। ফিট আছে এখনো, সব জায়গায় খেলছে। মাঝে মাঝে বলে, আমি একটু মোটা হয়ে যাচ্ছি। আমিও বলি হ্যাঁ ভাই মোটা হয়ে যাচ্ছেন ফিট হতে হবে একটু। অবশ্যই উনি চেষ্টা করছেন নিজেকে ফিট রাখার, বাকিটা আল্লাহর ইচ্ছা।'
টি-টোয়েন্টি ফরম্যাটে অপরিহার্য এবং ওয়ানডে দলে সাত নম্বর পজিশনে সাব্বিরকে দেখেন সাকিব। 'সাকিব ভাই বলে আমি সবসময় টি-টোয়েন্টির জন্য প্রযোজ্য। ওয়ানডের জন্য ৭ নম্বরে ঠিক আছো। কিছু করার নেই। নির্বাচন তো আমার হাতে নেই। আমার কাজ পারফর্ম করে যাওয়া। পারফর্ম করলে ইনশাআল্লাহ ঢুকে যাব খুব শীঘ্রই।', যোগ করেন সাব্বির।

5 days ago
11









English (US) ·