সাগরে ভাসতে থাকা সেই ১৩ জেলেকে উদ্ধার

4 hours ago 7

ফিশিং ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ৪ দিন ধরে সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে বুধবার (৫ মার্চ) দুপুর ২টার দিকে ‘এমভি মা-বাবার দোয়া’ ট্রলারসহ ওই জেলেদের উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল (বুধবার) দুপুর ২টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে জানতে পারি, ‘এমভি মা-বাবার দোয়া’ নামক একটি ফিশিং বোট গত ৪ দিন ধরে ইঞ্জিন বিকল অবস্থায় সমুদ্রে ভাসমান আছে। বোটটি সুন্দরবনের দুবলার চরের আলোরকোল থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল পশ্চিমে সমুদ্রে অবস্থান করছে। প্রাপ্ত ওই তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোন অধিনস্থ আউটপোস্ট দুবলা থেকে ৪ সদস্য বিশিষ্ট একটি উদ্ধারকারী দল তৎক্ষণাৎ উদ্ধার অভিযানে যায়।

দ্রুত উদ্ধারকারী দল বোটের অবস্থান শনাক্ত করে এবং সফলভাবে বিকল বোটটির ১৩ জন ক্রুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।

কোস্টগার্ডের এই কর্মকর্তা আরও বলেন, পরে উদ্ধারকারী দল বোটসহ ক্রুদের নিরাপদে দুবলার চরে নিয়ে আসে। এরপর জেলেদের কাছ থেকে জানা যায়, ফিশিং বোটটি বরিশালের পাথরঘাটা থেকে ১২ দিন আগে সমুদ্রে যাত্রা করে। এরপর গত ২ মার্চ তাদের ফিশিং বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়।

Read Entire Article