ঈদে অনেক দাওয়াত, ঘুরাঘুরি, সাজ, ঘুরাঘুরি। এতো সাজ, মেকআপ, রোদে ঘুরাঘুরি করতে গিয়ে ত্বকের বারোটা বেজে গেছে। ব্রণ, রোদেপোড়া ভাব, ত্বকে শুষ্কতাসহ নানান সমস্যা দেখা দিতে পারে।
সাজগোজের ধকল থেকে ত্বকতে পুনরুজ্জীবিত করতে কয়েকটি টিপস মানতে পারেন। এমনিতেই রোজায় অনেকের ত্বক শুষ্ক হয়ে যায়, পানি কম খাওয়ার কারণে এমনটা হতে পারে। ঈদের পর পানি খাওয়ার পরিমাণ ধীরে ধীরে বাড়িয়ে দিন।
এছাড়া ত্বকে ঘরে থাকা কয়েকটি উপকরণ ব্যবহার করে প্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন। এতে খুব দ্রুত আপনার ত্বকের সমস্যা কমিয়ে উজ্জ্বলতা ফিরে আসবে।
১. এক চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে এক চা চামচ অ্যাপল সিডার ভিনিগার মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণ হাতে ও মুখের রোদে পোড়া জায়গাগুলোতে লাগিয়ে রাখতে হবে ১৫-২০ মিনিট। তার পর ঠান্ডা পানিতে ধুয়ে নিন। ভালো একটি ময়েশ্চারাইজার লাগাইয়ে নিন ত্বকে।
২. বেসনের সঙ্গে ৩ চা চামচ কাঁচা দুধ অথবা ১ চা চামচ টক দই মিশিয়ে মুখে ২-৩ মিনিট ভালো করে ম্যাসাজ করুন। শুকিয়ে যাওয়ার পরে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
৩. চন্দন গুঁড়োর সঙ্গে টমেটো রস মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলবেন। ত্বকের তৈলাক্ততা এবং ব্রণ কমাতে সাহায্য করবে। ব্রণ কমাতে দুই চা চামচ চন্দনের গুঁড়ো ও গোলাপ জল মিশিয়ে পেস্ট বানিয়ে নেবেন। এই প্যাক মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখবেন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন।
কেএসকে/জেআইএম