সাত কলেজের অধিভুক্তি বাতিল না করলে সর্বাত্মক কর্মসূচিতে যাবেন ঢাবি শিক্ষার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে চলতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সাত কলেজের ভর্তি প্রক্রিয়ায় না যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন শিক্ষার্থীরা। আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অনুরোধ জানান ঢাবির সাধারণ শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা সাত কলেজের অধিভুক্তির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশাসনিক কার্যক্রমে বিড়ম্বনা; ঢাবি শিক্ষকদের সাত কলেজের খাতা মূল্যায়ন, কারিকুলাম ও প্রশ্নপত্র প্রণয়ন, প্র্যাক্টক্যাল পরীক্ষা ও ভাইভা ইত্যাদি বিষয় নিয়ে ব্যস্ত থাকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি অবহেলা;