সাত বিভাগে ভারী বর্ষণের আভাস, ভূমিধসের শঙ্কা

3 months ago 21

আগামী তিনদিন দেশের সাত বিভাগে ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে দেশের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কাও করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৭ জুন) ভারী বর্ষণের সতর্কবাণীতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সতর্কবাণীতে বলা হয়েছে, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। শুক্রবার সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কাও রয়েছে।

এর আগে, আজ বৃহস্পতিবার সকালে আবহাওয়া অফিস জানায়, সারাদেশে কম-বেশি বৃষ্টি হচ্ছে। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে বৃষ্টি হয়েছে। এসময় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ঢাকায়, ৬৪ মিলিমিটার। খুলনা অঞ্চলে খুব সামান্য এবং অন্যান্য অঞ্চলে হালকা থেকে ভারী বৃষ্টি হয়েছে।

আরএএস/কেএসআর/জিকেএস

Read Entire Article