সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী এবং সদস্য সচিব মো. আব্দুল আলিম চেয়ারম্যানের নেতৃত্বাধীন বিদ্যমান আহ্বায়ক কমিটি বাতিল করে নতুন কমিটি করা হয়েছে। নতুন কমিটিতে রহমতউল্লাহ পলাশকে আহ্বায়ক এবং আবু জাহিদ ডাবলুকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়।
রোববার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাতে বলা হয়, সাতক্ষীরা জেলা বিএনপির ছয় সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
বর্তমান আহবায়ক কমিটিতে দায়িত্ব পাওয়া অন্যরা হলেন- যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, তাজকিন আহমেদ চিশতী, ড. মনিরুজ্জামান ও মো. আখতারুল ইসলাম।
এর আগে, রোববার সকালে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাতক্ষীরা জেলা বিএনপির সব ধরনের সম্মেলন, কমিটি গঠন স্থগিত রাখার নির্দেশ দেয় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক টিম। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জয়ন্ত কুমার কুন্ডু সাতক্ষীরা জেলার শীর্ষ নেতাদের সাথে বৈঠকে এ সিদ্ধান্ত নেন।