সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। জোরদার করা হয়েছে তল্লাশি কার্যক্রম। বিজিবি জানিয়েছে, সংঘটিত অপরাধে জড়িত দুষ্কৃতকারীকে আটক এবং সীমান্ত অতিক্রম রোধকল্পে সাতক্ষীরা সীমান্তে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারকল্পে নিয়মিত টহল/চেকপোস্টের পাশাপাশি অতিরিক্ত টহল এবং তল্লাশি চেকপোস্ট বৃদ্ধি করা হয়েছে। বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে বিজিবির দায়িত্বশীল সূত্র জানায়, খুলনার ঘটনার সঙ্গে জড়িতরা যেন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে বিজিবির যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার সীমান্তে নিচ্ছি নজরদারি ও পাহারা জোরদার করা হয়েছে। এ প্রেক্ষিতে যশোর রিজিয়নের আওতাধীন ৭টি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এবং সীমান্তের আশপাশের এলাকায় ৫৭টি চেকপোস্ট স্থাপনের মাধ্যমে দুষ্কৃতকারীকে আটকের প্রচেষ্টা

সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। জোরদার করা হয়েছে তল্লাশি কার্যক্রম।

বিজিবি জানিয়েছে, সংঘটিত অপরাধে জড়িত দুষ্কৃতকারীকে আটক এবং সীমান্ত অতিক্রম রোধকল্পে সাতক্ষীরা সীমান্তে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারকল্পে নিয়মিত টহল/চেকপোস্টের পাশাপাশি অতিরিক্ত টহল এবং তল্লাশি চেকপোস্ট বৃদ্ধি করা হয়েছে।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে বিজিবির দায়িত্বশীল সূত্র জানায়, খুলনার ঘটনার সঙ্গে জড়িতরা যেন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে বিজিবির যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার সীমান্তে নিচ্ছি নজরদারি ও পাহারা জোরদার করা হয়েছে।

এ প্রেক্ষিতে যশোর রিজিয়নের আওতাধীন ৭টি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এবং সীমান্তের আশপাশের এলাকায় ৫৭টি চেকপোস্ট স্থাপনের মাধ্যমে দুষ্কৃতকারীকে আটকের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ ছাড়াও নিয়মিত টহলের পাশাপাশি সীমান্তে অতিরিক্ত ৮৭টি টহল পরিচালনার মাধ্যমে দুষ্কৃতকারীর সীমান্ত অতিক্রম রোধকল্পে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজিবির পক্ষ থেকে আইনশৃঙ্খলা ও সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনসাধারণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও বিশেষ প্রচার/প্রচারণার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow