সাতক্ষীরা-৩ আসনে বিএনপি প্রার্থী কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে গণমিছিল

2 hours ago 6

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী কাজী আলাউদ্দিনকে বিজয়ী করার লক্ষ্যে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে কালীগঞ্জ কলেজ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফুলতলা মোড়ে এসে শেষ হয়।

মিছিল শেষে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দিন বলেন, ‘অনেক নেতা আছেন যারা ঈদে বাড়ি আসেন না, জনগণের খোঁজখবর নেন না, আন্দোলন-সংগ্রামে অংশ নেন না। কিন্তু আমি শত দুঃসময়েও নেতাকর্মীদের পাশে থেকেছি। আমি রাজপথের একজন যোদ্ধা। সেই কারণেই তারেক রহমান আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছেন।’

তিনি বলেন, আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করে এ আসনটি আমরা তারেক রহমানকে উপহার দেব। এজন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

গণমিছিলে কালীগঞ্জ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

Read Entire Article