সাতক্ষীরায় বাড়ির পথ নিয়ে মারামারি: নিহত ১, আটক ৯

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জাবাখালি গ্রামে বাড়ির পথ নিয়ে দুপক্ষের মারামারিতে একজন নিহত হয়েছেন। নিহত গোলাম হোসেন (৬০) একই এলাকার মৃত হামিজ উদ্দিন মোড়লের ছেলে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে বাড়িতে যাতায়াতের একটি ছোট রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে দুপক্ষের মধ্যে ঝামেলা চলছিল। ইতিপূর্বে নিহত গোলাম হোসেন স্থানীয় সরকারের শরণাপন্ন হন। স্থানীয় সরকারের আইন অমান্য করায় নিহত গোলাম হোসেন সাতক্ষীরা কোর্টে মামলা দায়ের করেন। যার নোটিশ আসায় ক্ষিপ্ত হয়ে নিহত গোলামের উপর অতর্কিত হামলা করে সাইফুল রেজাউল গং।ঘটনাটি শ্যামনগর থানা জানতে পারার সাথে সাথে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাজিবের নেতৃত্বে শ্যামনগর থানার একটি চৌকস দল পুরো বাড়িটি ঘিরে ফেলে। এ সময় বাড়ি থেকে অভিযুক্ত এমান আলি মোড়লের ছেলে সাবেক জলদস্যু সেলিম মোড়ল (৫০), সাইফুল (৩৮), ফারুক (৩০), বদর গাজীর রেজাউল (৫৫), রেজাউলের স্ত্রী মাছুমা (৩৫), সাইফুলের স্ত্রী, সাইফুলের মা সফুরা, ফারুকের স্ত্রী জহুরাসহ মোট নয়জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি ও রড উদ্ধার

সাতক্ষীরায় বাড়ির পথ নিয়ে মারামারি: নিহত ১, আটক ৯

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জাবাখালি গ্রামে বাড়ির পথ নিয়ে দুপক্ষের মারামারিতে একজন নিহত হয়েছেন। নিহত গোলাম হোসেন (৬০) একই এলাকার মৃত হামিজ উদ্দিন মোড়লের ছেলে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে বাড়িতে যাতায়াতের একটি ছোট রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে দুপক্ষের মধ্যে ঝামেলা চলছিল। ইতিপূর্বে নিহত গোলাম হোসেন স্থানীয় সরকারের শরণাপন্ন হন। স্থানীয় সরকারের আইন অমান্য করায় নিহত গোলাম হোসেন সাতক্ষীরা কোর্টে মামলা দায়ের করেন। যার নোটিশ আসায় ক্ষিপ্ত হয়ে নিহত গোলামের উপর অতর্কিত হামলা করে সাইফুল রেজাউল গং।

ঘটনাটি শ্যামনগর থানা জানতে পারার সাথে সাথে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাজিবের নেতৃত্বে শ্যামনগর থানার একটি চৌকস দল পুরো বাড়িটি ঘিরে ফেলে। এ সময় বাড়ি থেকে অভিযুক্ত এমান আলি মোড়লের ছেলে সাবেক জলদস্যু সেলিম মোড়ল (৫০), সাইফুল (৩৮), ফারুক (৩০), বদর গাজীর রেজাউল (৫৫), রেজাউলের স্ত্রী মাছুমা (৩৫), সাইফুলের স্ত্রী, সাইফুলের মা সফুরা, ফারুকের স্ত্রী জহুরাসহ মোট নয়জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি ও রড উদ্ধার করে পুলিশ।

অভিযুক্তদের আটকের পর উত্তেজিত জনতা ঘরবাড়ি, মোটরসাইকেলসহ ব্যাপক ভাঙচুর চালায়। এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খালেদুর রহমান বলেন, আসামিদের আটক করা হয়েছে এবং লাশ সুরতহালের প্রস্তুতি চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow