সাতক্ষীরায় খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে আশাশুনির ৬ গ্রাম প্লাবিত

1 day ago 6

Kholpetua River dam breaks in Satkhira, flooding 6 villages in Asashuniসাতক্ষীরার আশাশুনি উপজেলায় খোলপেটুয়া নদীর বেড়ি বাঁধ ভেঙে ৬ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভেসে গেছে হাজার হাজার বিঘার মাছের ঘের ও জমির ফসল। মেরামতের চেষ্টা করেও ফল পাচ্ছেন না এলাকাবাসী। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধটি মেরামতের চেষ্টা করে ব্যর্থ হয়। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট।

The post সাতক্ষীরায় খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে আশাশুনির ৬ গ্রাম প্লাবিত appeared first on চ্যানেল আই অনলাইন.

Read Entire Article