সাতক্ষীরায় ১১টি মামলার আসামি ও জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া এক পলাতক বন্দিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)। বুধবার (২০ আগস্ট) দুপুরে সাতক্ষীরা সদর থানার চালতেতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার আসামি হলেন সাতক্ষীরা সদর উপজেলার ইটাগাছা গ্রামের আ. জলিলের ছেলে মো. সাইফুল ইসলাম (২৬)। তিনি অস্ত্র, বিস্ফোরক, নারী ও শিশু নির্যাতনসহ মোট ১১টি মামলার আসামি।
র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বিকালে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সাতক্ষীরা জেলা কারাগার থেকে পালিয়ে যান সাইফুল ইসলাম। ওইদিন তিনি অন্য আসামিদের সহায়তায় জেলরক্ষীদের মারধর করেন, জেল গেটের তালা ভেঙে বের হয়ে আসেন এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কারাগারের ভেতরে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও সরকারি সম্পদ নষ্ট করেন। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় নাশকতা মামলা দায়ের হয়।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারির পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাইফুলকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারের পর তাকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।