সাতক্ষীরায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : হাবিব

4 hours ago 6

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনেই ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শহরের নিউমার্কেট এলাকার পুরাতন মাইক্রোবাস স্ট্যান্ডে এ আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করে জেলা বিএনপি। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, বিপ্লব মানেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি ক্ষমতায় এসে মাত্র সাড়ে তিন বছরে দেশের ব্যাপক উন্নয়ন করেছিলেন। তাই আজ বিএনপি বাংলাদেশের মানুষের কাছে একটি জাতীয় রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ আব্দুর রউফ। এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, তাজকিন আহমেদ চিশতি, আক্তারুল ইসলামসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাটের মোড়ে গিয়ে শেষ হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

Read Entire Article