সাতক্ষীরায় পরীক্ষার হলে কলেজছাত্রীর মৃত্যু

3 weeks ago 7

পরীক্ষার হলে সাতক্ষীরা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী শরিফা আক্তার লিপি মারা গেছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে কলেজে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়ার আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শরিফা আক্তার লিপি সাতক্ষীরা সদরের মাছখোলা এলাকার মো. শহিদুল ইসলামের মেয়ে।

সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের ছাত্রী শরিফা আক্তার লিপির আকস্মিক মৃত্যুতে কলেজ পরিবার শোকাহত। আমি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং সবার কাছে তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া কামনা করছি।

আগামী রোববার (২৪ আগস্ট) বাদ জোহর সাতক্ষীরা সরকারি কলেজ মসজিদে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ দোয়া মাহফিলে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

আহসানুর রহমান রাজীব/আরএইচ/জেআইএম

Read Entire Article