সাতক্ষীরায় বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিত

সাতক্ষীরা-১ আসনের (তালা–কলারোয়া) বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শেখ রেজাউল করিমের মনোনয়ন স্থগিত করা হয়েছে। এ ছাড়া এ আসনের স্বতন্ত্র প্রার্থী এসএম মুজিবুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) রিটার্নিং কমকর্তা ও সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে সাতক্ষীরা-১ আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এ তথ্য জানানো হয়। জানা গেছে, শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় উচ্চ আদালত থেকে খালাস পাওয়া সংক্রান্ত রায়ের কাগজপত্র যাচাই-বাছাই সম্পন্ন না হওয়ায় বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। একইসঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শেখ রেজাউল করিমের মনোনয়নপত্রে ত্রুটি থাকায় তার মনোনয়নও স্থগিত করা হয়েছে। অন্যদিকে, এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী এসএম মুজিবুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।   যাচাই-বাছাই শেষে বৈধ বলে ঘোষিত হয়েছেন, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. ইয়ারুল ইসলাম, জামায়াতের প্রার্থী মো. ইজ্জত উল্লাহ ও জাতীয় পার্টির প্রার্থী জিয়াউর রহমান।   মনোনয়ন স্থগিতের বিষয়ে বিএন

সাতক্ষীরায় বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিত
সাতক্ষীরা-১ আসনের (তালা–কলারোয়া) বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শেখ রেজাউল করিমের মনোনয়ন স্থগিত করা হয়েছে। এ ছাড়া এ আসনের স্বতন্ত্র প্রার্থী এসএম মুজিবুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) রিটার্নিং কমকর্তা ও সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে সাতক্ষীরা-১ আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এ তথ্য জানানো হয়। জানা গেছে, শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় উচ্চ আদালত থেকে খালাস পাওয়া সংক্রান্ত রায়ের কাগজপত্র যাচাই-বাছাই সম্পন্ন না হওয়ায় বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। একইসঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শেখ রেজাউল করিমের মনোনয়নপত্রে ত্রুটি থাকায় তার মনোনয়নও স্থগিত করা হয়েছে। অন্যদিকে, এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী এসএম মুজিবুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।   যাচাই-বাছাই শেষে বৈধ বলে ঘোষিত হয়েছেন, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. ইয়ারুল ইসলাম, জামায়াতের প্রার্থী মো. ইজ্জত উল্লাহ ও জাতীয় পার্টির প্রার্থী জিয়াউর রহমান।   মনোনয়ন স্থগিতের বিষয়ে বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব বলেন, যাবতীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে। ভয়ের কোনো কারণ নেই। আজ হাইকোর্ট বন্ধ, কাল খুললেই যাচাই-বাছাইয়ের প্রক্রিয়ায় আর কোনো সমস্যা থাকবে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow