সাতক্ষীরায় ‘স্যাম্পল’ ওষুধ বিক্রি, টাস্কফোর্সের অভিযান

2 weeks ago 12

জনস্বাস্থ্য রক্ষায় ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রি বন্ধে সাতক্ষীরায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত সদর উপজেলার বাদামতলা এলাকার বিভিন্ন ফার্মেসিতে এ অভিযান চালানো হয়।

সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক অভিযানের নেতৃত্ব দেন। 

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রি করছে, যা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এ কারণে টাস্কফোর্সের এ অভিযান চালানো হয়।

অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম, ওষুধ প্রশাসনের পরিদর্শক মো. বাশারাফ হোসেন, বিজিবির সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুমসহ বিজিবি ও পুলিশ সদস্য অংশ নেন।

এ সময় মেসার্স মাহমুদপুর ফার্মেসির মালিক মো. আলি হাফিজকে ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে ওষুধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০ (গ) ধারা মোতাবেক ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয়রা বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জনস্বাস্থ্য রক্ষায় এমন অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।

Read Entire Article