সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে ৪৫ কেজি হরিণের মাংস ও ১২টি পা জব্দ করেছে কোস্টগার্ড। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে বাহিনীটির মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৮ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে কোস্টগার্ড স্টেশন কৈখালীর একটি দল শ্যামনগর থানার পার্শেখালী ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে প্রায় ৪৫ কেজি হরিণের মাংস ও ১২টি পা জব্দ করা হয়।
তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান কর্মকর্তা।
তিনি জানান, জব্দকৃত মাংস ও হরিণের পা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেংরাখালী টহল ফাঁড়ি ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
আহসানুর রহমান রাজীব/কেএইচকে/জেআইএম