সাতক্ষীরায় ৬ যুবদল নেতা বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরার আশাশুনি উপজেলার যুবদলের ৬ নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আশাশুনি উপজেলা যুবদলের আহ্বায়ক শরিফুল আহসান টোকন, যুগ্ম আহ্বায়ক মো. হাফিজুল ইসলাম হাফিজ ও ফিরোজ আহম্মেদ জজ, শোভনালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান, বড়দল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম শরিফ এবং খাজরা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রাফজান জানি রাসেলকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের কর্মকাণ্ডের দায়-দায়িত্ব দল বহন করবে না। পাশাপাশি যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

সাতক্ষীরায় ৬ যুবদল নেতা বহিষ্কার
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরার আশাশুনি উপজেলার যুবদলের ৬ নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আশাশুনি উপজেলা যুবদলের আহ্বায়ক শরিফুল আহসান টোকন, যুগ্ম আহ্বায়ক মো. হাফিজুল ইসলাম হাফিজ ও ফিরোজ আহম্মেদ জজ, শোভনালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান, বড়দল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম শরিফ এবং খাজরা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রাফজান জানি রাসেলকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের কর্মকাণ্ডের দায়-দায়িত্ব দল বহন করবে না। পাশাপাশি যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow