সাদ পন্থিদের ইজতেমার অনুমতি দিলে লংমার্চের হুঁশিয়ারি

6 hours ago 4

টঙ্গীর ময়দানে সাদ পন্থিদের ইজতেমার অনুমতি দিলে লংমার্চের হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল। বর্তমান সরকারের কয়েকজন উপদেষ্টার সঙ্গে সাদ পন্থিদের যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে ফতুল্লার হাজীগঞ্জ এলাকায় ওলামা মাশায়েখ ও তাবলিগের সাথীদের আয়োজনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আব্দুল আউয়াল বলেন, টঙ্গীর ময়দানে সাদ পন্থিদের ইজতেমা হতে দেওয়া হবে না। তাদের ইজতেমা অনুমতি দিলে সেটা প্রতিহত করতে সারাদেশের লাখো তৌহিদী জনতা কাফনের কাপড় মাথায় দিয়ে লংমার্চ করবে।

সাদ পন্থিদের ইজতেমার অনুমতি দিলে লংমার্চের হুঁশিয়ারি

মাওলানা আব্দুল আউয়াল বলেন, নারায়ণগঞ্জে ডিসি-এসপি নতুন এসেছেন। তাদের জেলার ম্যান্ডেট বুঝতে হবে। তৌহিদী জনতা কোনোদিন অন্যায়কারীদের ছাড় দেয়নি, ভবিষ্যতেও দিবে না। এখানে কোনো ধরনের আস্তানা করার চেষ্টা করলে মাটিসহ উৎখাত করা হবে।

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের বলেন, সাদ পন্থিদের এ আস্তানা দেশ, জাতি এবং ইসলামের বিরুদ্ধে একটি ষড়যন্ত্রের আতুরঘর। আমরা বাংলাদেশের মাটিতে এ সমস্ত সন্ত্রাসীদের কোনো আস্তানা গড়তে দিব না।

সমাবেশে মাওলানা জুনাইদ, মাওলানা ফেরদাউসুর রহমান, মুফতি হারুনুর রশিদ, মুফতি জাকির হোসেন কাসেমি, মুফতি মাহমুদ হাসান, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা সুলতান আহাম্মেদ, মাওলানা শাহজালাল, মুফতি মনিরুজ্জামান, মুফতি নেয়ামত উল্লাহ, মুফতি আব্দুর রহিম, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আনোয়ার হোসাইন মাদানি, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা জুবায়ের ও মুফতি ইমরান প্রমুখ।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/এএসএম

Read Entire Article