সাদমানের ফিফটি, ৩ ক্যাচ ফেললো ওয়েস্ট ইন্ডিজ

1 month ago 23

ভেজা আউটফিল্ডের কারণে প্রায় ৫ ঘণ্টা পর শুরু হয়েছিল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার শেষ টেস্ট। কিংসটন টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে কেবল শেষ সেশন ৩০ ওভার। খেলা কোনো সেশনের, সেটা যেন ভাবার বিষয় নয় টস জিতে ব্যাটিং নেওয়া বাংলাদেশের। তাদের কাছে যেন উইকেট বিলিয়ে দিয়ে আসাই মুখ্য।

অ্যান্টিগার মতো কিংসটনেও পতন দিয়েই শুরু হয়েছে বাংলাদেশের। ১০ রানের মধ্যেই নেই ২ উইকেট। এরপর ওয়েস্ট ইন্ডিজের বাজে ফিল্ডিং আর ৩ ক্যাচ মিসের সুবিধা আদায় করে ২ উইকেটে ৬৯ রান করে প্রথম দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। ফিফটি (১০০ বলে ৫০) করে অপরাজিত আছেন সাদমান ইসলাম। তার সঙ্গে আছেন শাহাদাত হোসেন দিপু (৬৩ বলে ১২)।

দলীয় ৮ রানে উইকেট বিলিয়ে দেন মাহমুদুল হাসান জয় (১২ বলে ৩)। কেমার রোচের বিহাইন্ড দ্য উইকেটে জসুয়া দ্যা সিলভার হাতে ক্যাচ হন ডানহাতি ব্যাটার। ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে নতুন ব্যাটার মুমিনুল হককেও (৬ বলে ০) সাজঘরের পথ দেখান রোচ। জয়ের মতো একই কায়দায় আউট হন এই বাঁহাতি। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এই নিয়ে চতুর্থবার ডাক মারলেন মুমিনু্ল।

এমএইচ/এএসএম

Read Entire Article