সাদা পাথর লুটপাটে নেটদুনিয়ায় প্রতিবাদ

1 month ago 16

গত বছরের ৫ আগস্ট থেকেই শুরু হয়েছিল সিলেটের সাদা পাথর লুটপাট। তবে গত দুই সপ্তাহে লুটেরাদের তাণ্ডবে লন্ডভন্ড অবস্থা কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জের সাদা পাথরের। এ খবর গণমাধ্যমে প্রকাশ হতেই সরব হয়ে উঠেছেন নেটিজেনরা। তারা সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট করে প্রতিবাদ জানিয়েছেন।

সুমা বিষ্ণু লিখেছেন, ‘সাদা পাথরের আপডেট। নড়েছে প্রশাসন। করছে অভিযান। হয়ে গেছে লুটপাট সাদা পাথর!’

এম এইচ মামুন লিখেছেন, ‘সিলেটের সাদা পাথর লুটপাট শেষ করে সোজা চাঁদে পৌঁছে গিয়েছে আমাদের লুটকারী সৈনিকগণ! সবার দোয়া কামনা করছি।’

আরও পড়ুন

সাবা বুটিক পেজে লেখা হয়েছে, ‘সিলেটের সাদা পাথর। কত সুন্দর ছিল সাদা পাথর। এই দৃশ্য আর কোনো দিন দেখা যাবে না। এটা ভেবেই মনটা খারাপ হয়ে যাচ্ছে। যারা লুটপাট করে স্থানটা মরুভূমি বানিয়ে দিলো, তারা কি কোনো দিন এই প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে দিতে পারবে? শুধু আফসোস করা ছাড়া কি সাধারণ জনগণের কিছুই করার নেই?’

আহমেদ সাদিক লিখেছেন, ‘সিলেটে চলছে প্রকাশ্যে সাদা পাথর লুটপাট। প্রশাসনের ব্যর্থতার কারণে আজ প্রতিনিয়ত সাদা পাথর লুট হচ্ছে।’

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কাফি লিখেছেন, ‘এই সরকার সিলেটের সাদা পাথর সেইফ করতে পারে নাই।’

এসইউ/এমএস

Read Entire Article