সাদা পাথরে বেড়াতে গিয়ে কিশোরীর মৃত্যু

21 hours ago 5
সিলেটের কোম্পানীগঞ্জের সাদা পাথরে ঈদের ছুটিতে ঘুরতে গিয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। কিশোরী তাচ্ছিল (১৪) হার্টঅ্যাটাকে মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি সিলেট জল্লারপাড় এলাকার বাসিন্দা প্রলয়ের মেয়ে।  বুধবার (২ এপ্রিল) দুপুরে পর্যটন স্পটে অসুস্থ হলে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সাদা পাথর পর্যটন স্পটে দায়িত্বরত আনসার সদস্য হেলাল, ফটোগ্রাফার আলমগীর হোসেন ও নিহতের পরিবারের লোকজন জানান, দুপুর ১টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের ছুটিতে সাদা পাথরে ভ্রমণে আসেন তাচ্ছিল। সবার সঙ্গে হাঁটুপানিতে নামেন তিনি। এ সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। পরে পরিবারের লোকজন তাকে সেখান থেকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রভাকর রায় বলেন, পরিবারের মাধ্যমে জানতে পারি তার আগে থেকে হার্টে সমস্যা ছিল। আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকায় হার্টঅ্যাটাকে মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, তাচ্ছিলের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Read Entire Article