সাদা পোশাক ঘেমে হলদেটে হয়ে গেলে কী করবেন?

2 weeks ago 14

গরমে স্বস্তি পেতে সাদা রঙের পোশাক পরছেন অনেকেই। কারণ সাদাসহ হালকা রঙের পোশাক পরলে শরীর ঠান্ডা থাকে। তবে সাদা পোশাকে ময়লাও হয় বেশি, আবার ঘামের দাগ বসে হলদেটে হয়ে যায়। যা দেখতেও বাজে লাগে। তাহলে উপায় কী? চলুন জেনে নেওয়া যাক সাদা পোশাক থেকে জেদি দাগ তুলবেন কীভাবে-

সাদা পোশাক পরিষ্কারের আগে দাগ লাগা অংশটি ভিজিয়ে রাখুন বেকিং সোডা মেশানো পানিতে। তারপর ডিটারজেন্টে ভিজিয়ে রেখে কেচে ফেলুন। আর অবশ্যই সাদা পোশাক ভালো রাখতে সঠিক ডিটারজেন্ট বেছে নিতে হবে।

ভুলেও সাদা পোশাক অন্যান্য পোশাকের সঙ্গে ভিজিয়ে রাখবেন না। আলাদা করে কাচতে হবে। অন্যান্য রঙিন পোশাকের সঙ্গে মিশিয়ে ফেললে চলবে না। ওয়াশিং মেশিনে দিলেও সেই এক নিয়ম মেনে চলতে হবে।

অনেকেই সাদা পোশাক থেকে জেদি দাগ তুলতে ব্লিচ ব্যবহার করেন, যা ব্লিচ ত্বকের জন্য ভালো নয়। তবে সাদা পোশাকে খুব বেশি পরিমাণে বা ঘন ঘন ব্লিচ ব্যবহার করা যাবে না।

আর মনে রাখবেন, চড়া রোদে সাদা পোশাক শুকাবেন না। অতিরিক্ত রোদও সাদা পোশাক হলদেটে করে দিতে পারে। হালকা রোদ আসে, এমন জায়গায় হ্যাঙ্গারে করে ঝুলিয়ে রাখা যেতে পারে সাদা জামাকাপড়।

জেএমএস/জিকেএস

Read Entire Article