সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথর লুটের মামলায় মো. মামুন আহমেদ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এদিন ভোরে ধলাই ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি মো. রতন শেখ।
গ্রেপ্তার মো. মামুন আহমেদ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার রুস্তমপুর ভোলাগঞ্জ এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, মামুন আহমেদ ভোলাগঞ্জ এলাকায় পাথর বহনকারী বারকি নৌকার লাইনম্যান হিসেবে কাজ করতেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোম্পানীগঞ্জের ধলাই ব্রিজের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি রতন শেখ বলেন, সাদাপাথর লুটের ঘটনায় দায়ের করা মামলায় চুরি ও লুটের লাইনম্যান মামুনকে গ্রেপ্তার করেছি। উপজেলা প্রশাসন তাকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মামুনসহ এখন পর্যন্ত মোট ১৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।