সাদিয়া আয়মানের সমুদ্র বিলাশ
ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নজর কাড়া অভিনেত্রী সাদিয়া আয়মান এখন ফুরফুরে মেজাজে। যান্ত্রিক শহরের কোলাহল ছেড়ে সমুদ্রের বিশাল জলরাশির সামনে নিজেকে মেলে ধরেছেন তিনি। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করে ভক্তদের মাঝে সেই আনন্দের রেশ ছড়িয়ে দিয়েছেন এই অভিনেত্রী। সাদা রঙের পোশাকে দুহাত দুদিকে ছড়িয়ে দিয়ে সাদিয়া জানান দিচ্ছেন, কতটা আনন্দঘন মুহূর্তে রয়েছেন তিনি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জাস্ট এ গার্ল অ্যান্ড হার হ্যাপি ওয়েভ এরা’। সাদিয়ার এই স্নিগ্ধ রূপ দেখে কমেন্ট বক্সে ভালোবাসার বন্যা বইয়ে দিয়েছেন ভক্তরা। কেউ তাকে আখ্যা দিয়েছেন ‘জলকন্যা’ বলে, আবার কেউ লিখেছেন ‘খুব সুন্দর লাগছে’। সাদিয়ার হাসিমাখা মুখ দেখে একজন ভক্ত জীবনদর্শন তুলে ধরে লিখেছেন, ‘সুখ হচ্ছে মনের ব্যাপার, মনকে বোঝাতে পারলে আপনি সব অবস্থাতেই সুখী!’ আরেকজনের মন্তব্য, ‘দারুণ মুহূর্ত’। সম্প্রতি ‘উৎসব’ সিনেমায় দারুণ অভিনয় করে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন সাদিয়া আয়মান। ছোট পর্দায় এখন কিছুটা অনিয়মিত হওয়ায় ভক্তদের ধারণা, বড় পর্দাতেই হয়তো স্থায়ী হতে চলেছেন তিনি। এরই মধ্যে অভিনেত্র
ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নজর কাড়া অভিনেত্রী সাদিয়া আয়মান এখন ফুরফুরে মেজাজে। যান্ত্রিক শহরের কোলাহল ছেড়ে সমুদ্রের বিশাল জলরাশির সামনে নিজেকে মেলে ধরেছেন তিনি। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করে ভক্তদের মাঝে সেই আনন্দের রেশ ছড়িয়ে দিয়েছেন এই অভিনেত্রী।
সাদা রঙের পোশাকে দুহাত দুদিকে ছড়িয়ে দিয়ে সাদিয়া জানান দিচ্ছেন, কতটা আনন্দঘন মুহূর্তে রয়েছেন তিনি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জাস্ট এ গার্ল অ্যান্ড হার হ্যাপি ওয়েভ এরা’।
সাদিয়ার এই স্নিগ্ধ রূপ দেখে কমেন্ট বক্সে ভালোবাসার বন্যা বইয়ে দিয়েছেন ভক্তরা। কেউ তাকে আখ্যা দিয়েছেন ‘জলকন্যা’ বলে, আবার কেউ লিখেছেন ‘খুব সুন্দর লাগছে’। সাদিয়ার হাসিমাখা মুখ দেখে একজন ভক্ত জীবনদর্শন তুলে ধরে লিখেছেন, ‘সুখ হচ্ছে মনের ব্যাপার, মনকে বোঝাতে পারলে আপনি সব অবস্থাতেই সুখী!’ আরেকজনের মন্তব্য, ‘দারুণ মুহূর্ত’।
সম্প্রতি ‘উৎসব’ সিনেমায় দারুণ অভিনয় করে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন সাদিয়া আয়মান। ছোট পর্দায় এখন কিছুটা অনিয়মিত হওয়ায় ভক্তদের ধারণা, বড় পর্দাতেই হয়তো স্থায়ী হতে চলেছেন তিনি।
এরই মধ্যে অভিনেত্রীর ক্যারিয়ারে যুক্ত হয়েছে নতুন এক প্রাপ্তি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় চিত্রপরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী, যিনি ‘পিংক’, ‘কাদাক সিং’ ও ‘লস্ট’-এর মতো প্রশংসিত চলচ্চিত্র নির্মাণ করে জনপ্রিয়তা পেয়েছেন— তিনি ভূয়সী প্রশংসা করেছেন সাদিয়ার। ‘উৎসব’ সিনেমায় সাদিয়া আয়মান ও সংশ্লিষ্ট সব কলাকুশলীর কাজের প্রশংসা করেছেন এই গুণী নির্মাতা, যা সাদিয়ার জন্য বড় এক অনুপ্রেরণা।
What's Your Reaction?