সাপ নিয়ে খেলতে গিয়ে প্রাণ গেলো কিশোরের

2 months ago 8

ঝিনাইদহ সদর উপজেলার কেশবপুর গ্রামে সাপের কামড়ে মাহফুজুর রহমান (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) রাত ১০টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে তালগাছ থেকে সাপ ধরার পরে তা নিয়ে খেলা করছিল ওই কিশোর। একপর্যায়ে সাপটি তার হাতে কামড় দেয়।

মাহফুজুর রহমান ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের মতিয়ার রহমানের একমাত্র ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে গ্রামের একটি তালগাছ থেকে মাহফুজুর রহমান একটি সাপ ধরে টিফিন বক্সে আটকে রাখে। পরে দুপুরে ওই তালগাছের কাছে গিয়ে সাপ নিয়ে খেলা শুরু করে সে। এসময় মাহফুজের হাতে কামড় দেয় সাপটি।

সাপের কামড়ের পরে কিশোর মাহফুজ বিভিন্ন গাছের পাতা দিয়ে নিজেই নিজের ক্ষতস্থানে ঘষতে থাকে। একপর্যায়ে মুখ দিয়ে সাপের বিষ তুলতে গেলে আরও বেশি অসুস্থ হয়ে পড়ে।

মৃত মাহফুজের প্রতিবেশী বশির উদ্দিন জানান, মাহফুজের সঙ্গে থাকা তার বন্ধু সোহান অবস্থা বেগতিক দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। ঘটনাস্থলে তার শারীরিক অবস্থার অবনতি হলে বিকেল ৩টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জান্নাত-আরা তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিজের সামান্য ভুলের কারণে ছেলেটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তিনি আরও জানান, বুধবার (২ জুলাই) বেলা ১১টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

শাহজাহান নবীন/এসআর/জিকেএস

Read Entire Article