সাপের এক কামড়ে সেরে যাবে রোগ!

3 months ago 11
সাপ কামড়াচ্ছে মানুষকে; স্বেচ্ছায় সে কামড় খাচ্ছে মানুষ। নারী, পুরুষ, শিশু সকলেই অপেক্ষা করছে সাপের কামড় খাওয়ার জন্য। এমন কয়েকটি ভিডিও এখন ভাইরাল।  ভিডিওতে দেখা যায়, একটি গাছের ডালে সবুজ রঙের ছোট ছোট সাপ জড়ো হয়ে আছে। একটু পর এক বৃদ্ধ ছোট একটি সাপ তুলে নেন। সেই সাপ অন্য আরেকজনের শরীরে কামড় বসিয়ে দেয়! এরপরই ওই বৃদ্ধ তার আঙুল দিয়ে সেই কামড়ের জায়গাটা শক্ত করে চেপে ধরেন। কিছুক্ষণ পর দেখা গেল, তিনি একই কাজ করছেন অন্য এক ব্যক্তির হাতেও। এমনকি ছোট শিশুদের ক্ষেত্রেও এই সাপের কামড় দেওয়ানো হচ্ছে।  অবাক করার মতো ব্যাপার হলো এই স্থানে আরও অনেক মানুষ জড়ো হয়েছে। যারা স্বেচ্ছায় এই সাপের কামড় নিতে এসেছে। যে ব্যক্তি এই কাজ করছিল তার নাম রোজালিও কালিত, স্থানীয়রা তাকে ডাকে দাতু কামান্দাগ বলে। তার দাবি, অতীতে তার পোষা একটি সাপ তাকে কামড়েছিল। তিন দিন পর তিনি লক্ষ্য করেন যে তার বেশিরভাগ অসুস্থতা সেরে গেছে। এই ঘটনার পর থেকেই তিনি এবং তার মেয়ে এই সাপের মাধ্যমে চিকিৎসা শুরু করেন। তারা বিশ্বাস করেন, এই সাপের বিষের ঔষধি গুণাগুণ রয়েছে এবং এর মাধ্যমে রোগ নিরাময় হয়। দাতু কামান্দাগের মেয়ে জানান, তারা যে সাপ ব্যবহার করছেন, তা হলো এক ধরনের ফিলিপাইন পিট ভাইপার, যার নাম ট্রপিডোলেমাসের সাবানুলাটাস। ফিলিপাইনের মানোবো উপজাতিরা ঐতিহ্যগতভাবে বিশ্বাস করে,  এই সাপ বিষ নিরাময় এবং ঔষধি উদ্দেশ্যে ব্যবহৃত হয়। এ প্রথা তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গভীর অংশ।  
Read Entire Article