সাফ জয়ী তিন পাহাড়ি নারী ফুটবলারকে সংবর্ধনা

1 month ago 14

সাফ জয়ী তিন পাহাড়ি কন্যা ঋতুপর্ণা চাকমা, রূপনা চাকমা ও মনিকা চাকমাকে সংবর্ধনা দিয়ে জম্মু শিক্ষার্থী পরিবার। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী ধন কিশোর ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ড. আশফাক হোসাইন ও চবির ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আনন্দ বিকাশ চাকমা উপস্থিত ছিলেন।

jagonews24

অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়কে আমরা কূটনৈতিক বিজয় হিসেবে দেখছি। এক সময় ম্যারাডোনাকে জিজ্ঞাসা করা হয়েছিল বাংলাদেশ সম্পর্কে তখন তিনি চিনতে পারেননি। আর আজকে ল্যাটিন আমেরিকার দেশগুলো আমাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে আমাদের ফুটবল প্রীতির কারণে। এটিই কূটনৈতিক বিজয়।

আহমেদ জুনাইদ/আরএইচ/জেআইএম

Read Entire Article