সাফজয়ী নিজ প্রতিষ্ঠানের ৫ নারী ফুটবলারকে সংবর্ধনা দিলো বিকেএসপি

2 months ago 31

দক্ষিণ এশিয়ায় দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়া বাংলােদেশ নারী ফুটবল দলের পাঁচ ফুটবলার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) শিক্ষার্থী। টুর্নামেন্টসেরা ঋতুপর্ণা চাকমা, ডিফেন্ডার আফঈদা খন্দকার প্রান্তি, স্বপ্না রানী, শাহেদা আক্তার রিপা ও মোসাম্মাৎ সাগরিকাকে বৃহস্পতিবার সংবর্ধনা দিয়েছে বিকেএসপি।

এই পাঁচ নারী ফুটবলারকে ২৫ হাজার টাকা করে পুরস্কার দিয়েছে প্রতিষ্ঠানটি। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। এ সময় উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম।

গত ৩০ অক্টোবর নেপালের কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখে বাংলাদেশের মেয়েরা। ২০২২ সালেও একই মাঠে নেপালকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছিল বাংলাদেশ।

আরআই/এমএমআর/জেআইএম

Read Entire Article