সাফজয়ীদের আর্থিক পুরস্কার বন্যার্তদের দেয়ার অনুরোধ

1 month ago 10

কাঠমান্ডুতে স্বাগতিক নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পর আজ বিকেল সাড়ে চারটা নাগাদ দেশে ফিরে আসেন বাংলাদেশ দলের ফুটবলাররা। বিমানবন্দরেই তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন বাফুফে কর্মকর্তারা।

বিমানবন্দর থেকে ফুটবলারদের সোজা নিয়ে আসা হয় জাতীয় ক্রীড়া পরিষদে। যেখানে ফুটবলারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজল ভূঁইয়া।

জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে আয়োজিত ওই সাক্ষাৎকার অনুষ্ঠানে সাফজয়ী বাংলাদেশ দলের ফুটবলারদের জন্য আর্থিক পুরস্কারেরও ঘোষণা দেন ক্রীড়া উপদেষ্টা। দলের প্রতি সদস্যকে ২৫ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দেন তিনি।

২৩জন ফুটবলারসহ সাফজয়ী দলের মোট সদস্য ৩০ জন। বাকিরা কোচ এবং কর্মকর্তা। সে হিসেবে পুরো দলের জন্য প্রায় সাড়ে ৭ লাখ টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করেন ক্রীড়া উপদেষ্টা।

তবে, সাফজয়ী দলের জন্য ঘোষিত এই অর্থের পুরোটা বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য দান করে দেয়ার অনুরোধ জানিয়েছেন কোচ মারুফুল হক।

আরআই/আইএইচএস/

Read Entire Article