বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের ইতিহাসে আরেকটি গৌরবোজ্জ্বল অধ্যায় সংযোজিত হইল। ফিফা হালনাগাদ র্যাংকিং অনুযায়ী ২৪ ধাপ উন্নীত হইয়া এই দল স্থান পাইয়াছে ১০৪ নম্বরে-যাহা চলতি সময়ে বিশ্বের সবচাইতে বড় ব্ল্যাংকিং অগ্রগতির দৃষ্টান্ত। এই উত্থান কেবল একটি পরিসংখ্যান নহে, ইহা এক দীর্ঘ প্রতীক্ষার, নীরবে নিজেদের সর্বোচ্চটি প্রদান করিবার এক অপূর্ব অগ্রযাত্রার প্রতিচ্ছবি।
বলিবার অপেক্ষা রাখে না. এই... বিস্তারিত