সাবান ছাড়াই ইলেকট্রিক কেটলি পরিষ্কার করুন সহজে

শীত পড়তেই ইলেকট্রিক কেটলির ব্যবহার বেড়ে যায়। চটজলদি পানি গরম করার জন্য এর জুড়ি মেলা ভার। কম সময়ে পানি গরম হয়, গ্যাসও খরচ হয় না। শুধু ঘরের এক কোনে প্লাগ লাগিয়ে সুইচ অন করলেই কাজ হয়ে যায়। তবে ঠিকভাবে পরিষ্কার না করলে কেটলি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। ক্রমাগত পানি ফুটানোর কারণে এর ভেতরে সাদা ছোপ পড়ে যায়, যা সাধারণ সাবান দিয়ে ধোয়া যায় না। তাহলে কী করবেন? কীভাবে ইলেকট্রিক কেটলি পরিষ্কার ও স্বাস্থ্যকর রাখা যায়- এটা জানা খুবই জরুরি। চলুন জেনে নেওয়া যাক সাবান ছাড়া ইলেকট্রিক কেটলি পরিষ্কার করার সহজ উপায়গুলো- ১. লেবুর খোসা ব্যবহার করে পরিষ্কার করা কেটলি পরিষ্কার করতে লেবুর খোসার সাহায্য নিতে পারেন। কেটলিতে অর্ধেক পানি ভরে তার মধ্যে লেবুর খোসা ফেলে দিন। এরপর পানি প্রায় ১০ মিনিট ফুটিয়ে নিন। ফুটানোর পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কিছুক্ষণ সেই অবস্থায় রেখে দিন। তারপর ওই পানি ফেলে দিয়ে আবার কেটলিতে পরিষ্কার পানি ভরে ফুটিয়ে নিন। লেবুর রসের অ্যাসিডিক উপাদান কেবল দাগ মুছে দেয় না বরং কেটলিতে থাকা ভ্যাপসা গন্ধও দূর করে। একই সঙ্গে লেবুর সুগন্ধ কেটলিকে নতুনের মতো সতেজ রাখে। ২. ভিনেগার দিয়ে পরিষ্কার

সাবান ছাড়াই ইলেকট্রিক কেটলি পরিষ্কার করুন সহজে

শীত পড়তেই ইলেকট্রিক কেটলির ব্যবহার বেড়ে যায়। চটজলদি পানি গরম করার জন্য এর জুড়ি মেলা ভার। কম সময়ে পানি গরম হয়, গ্যাসও খরচ হয় না। শুধু ঘরের এক কোনে প্লাগ লাগিয়ে সুইচ অন করলেই কাজ হয়ে যায়।

তবে ঠিকভাবে পরিষ্কার না করলে কেটলি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। ক্রমাগত পানি ফুটানোর কারণে এর ভেতরে সাদা ছোপ পড়ে যায়, যা সাধারণ সাবান দিয়ে ধোয়া যায় না। তাহলে কী করবেন? কীভাবে ইলেকট্রিক কেটলি পরিষ্কার ও স্বাস্থ্যকর রাখা যায়- এটা জানা খুবই জরুরি।

চলুন জেনে নেওয়া যাক সাবান ছাড়া ইলেকট্রিক কেটলি পরিষ্কার করার সহজ উপায়গুলো-

১. লেবুর খোসা ব্যবহার করে পরিষ্কার করা

কেটলি পরিষ্কার করতে লেবুর খোসার সাহায্য নিতে পারেন। কেটলিতে অর্ধেক পানি ভরে তার মধ্যে লেবুর খোসা ফেলে দিন। এরপর পানি প্রায় ১০ মিনিট ফুটিয়ে নিন। ফুটানোর পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কিছুক্ষণ সেই অবস্থায় রেখে দিন। তারপর ওই পানি ফেলে দিয়ে আবার কেটলিতে পরিষ্কার পানি ভরে ফুটিয়ে নিন।

লেবুর রসের অ্যাসিডিক উপাদান কেবল দাগ মুছে দেয় না বরং কেটলিতে থাকা ভ্যাপসা গন্ধও দূর করে। একই সঙ্গে লেবুর সুগন্ধ কেটলিকে নতুনের মতো সতেজ রাখে।

২. ভিনেগার দিয়ে পরিষ্কার
কেটলি পরিষ্কারে ভিনিগারও ব্যবহার করা যায়। কেটলিতে সমান পরিমাণ পানি ও ভিনিগার নিন। এরপর মিশ্রণটি প্রায় ১০-১৫ মিনিট ফুটিয়ে নিন। ফুটানোর পরে মিশ্রণটি ফেলে দিয়ে কেটলিকে পরিষ্কার পানি দিয়ে আবার ধুয়ে নিন।

এই প্রক্রিয়ায় কেটলি পরিষ্কার করলে একদম চকচকে হয়ে যাবে। কেটলি ধোয়ার পরে কাপড় দিয়ে ভালো করে মুছে শুকনো করা জরুরি, যাতে কোনো পানি বা ভিনিগারের পানি না থাকে।

৩.বেকিং সোডা ব্যবহার করে পরিষ্কার
এক কাপ পানিতে ২ টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে কেটলিতে ঢেলে কিছুক্ষণ ফুটিয়ে রাখুন। ভেতরের অংশ একদম পরিষ্কার হয়ে যাবে। বাইরের দাগ-ছোপ পরিষ্কারের জন্য বেকিং সোডা ও ভিনেগা মিশিয়ে ঘন মিশ্রণ বানিয়ে ঘষে নিন। শেষে ভেজা কাপড় দিয়ে মুছে নিন। কেটলি ঝকঝকে ও সতেজ হবে।

এই সহজ ও প্রাকৃতিক উপায়ে নিয়মিত কেটলি পরিষ্কার রাখলে এটি দীর্ঘদিন ব্যবহারযোগ্য, নিরাপদ হবে।

সূত্র: কিচেন এইড, বেটার হোমস অ্যান্ড গার্ডেনস

আরও পড়ুন:
শীতের খাবার দীর্ঘক্ষণ গরম রাখার সহজ সমাধান
স্টিলের বাসন ঝকঝকে করার ঘরোয়া উপায়

এসএকেওয়াই/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow